ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার রায়নার

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার রায়নার

সুরেশ রায়না

ক্রীড়া ডেস্ক : দিন কয়েক আগে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের কাছে সুরেশ রায়নার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি।

 

তবে রায়না ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি মানহানির জন্য মোদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে রায়না বলেন, ‘আমি বরাবর মাথা উঁচু করে এবং স্বচ্ছভাবে ক্রিকেট খেলার চেষ্টা করছি। আমি কখনো কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। যার ফলে বিসিসিআই ইতিমধ্যে আমাকে ক্লিনচিট দিয়েছে।’
রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ডোয়াইন ব্রাভের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ করেন ললিত মোদি। যদিও পরবর্তী সময়ে রায়না ও জাদেজাকে ক্লিনচিট দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর।

 

ভক্তদের প্রতি ভালবাসার কথা জানিয়ে রায়না বলেন, ‘ক্রিকেট খেলাটা আমার ভালোবাসা। তা সেটা যে দলের হয়েই হোক না কেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/শামীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়