ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে অর্ধকোটি টাকার সেগুনকাঠ উদ্ধার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে অর্ধকোটি টাকার সেগুনকাঠ উদ্ধার

জব্দ করা সেগুনকাঠ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর অবৈধ কাঠের ডিপো হিসেবে পরিচিত বাকলিয়া থানার বলিরহাট এলাকায় র‌্যাব ও বনবিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ সেগুনকাঠ উদ্ধার করে।

 

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৭ এবং এবং চট্টগ্রাম উত্তর বনবিভাগের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ অবৈধ কাঠের মজুদ থাকার তথ্য পেয়ে র‌্যাবের সহায়তায় বুধবার দুপুর থেকে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বলিরহাটের বিভিন্ন দোকান, স’মিল ও গুদামের ভেতর অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৫ ট্রাক সমপরিমাণ অর্ধকোটি টাকা মূল্যের সেগুনকাঠ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত কাঠ উত্তর বনবিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়