ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে গেস্টহাউস থেকে মডেলসহ ৩৮ তরুণ-তরুণী আটক

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৬, ৩১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে গেস্টহাউস থেকে মডেলসহ ৩৮ তরুণ-তরুণী আটক

আটক মডেল মারিয়া জাহান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশী থানাধীন অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি গেস্টহাউস থেকে নগরীর সুপরিচিত এক মডেলসহ ৩৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দক্ষিণ খুলশী এলাকার মুনহিল গেস্টহাউস থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ। আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী।

 


আটককৃতরা হলেন চট্টগ্রামের সুপরিচিত মডেল মারিয়া জাহান (২২), তানিয়া আক্তার (২৩),  সুমি আক্তার (২১), জেরিন আক্তার (২৩), নাজু আক্তার ( ২০), রুনা আক্তার ( ১৮) তন্বি আক্তার (২০), মেরী (১৮), হারুনুর রশীদ (৩০), হাবিব (২০), সুমন দাশ (৩১), ওয়াসিম বণিক ( ৩৭), মো. সৈয়দ ( ৩৫), জাবেদ হোসেন (৩২), লুৎফুর রহমান (৩৫) মো. জুয়েল (৩৩), কাউছার (৩৭), জামাল উদ্দিন ( ৩৫), নাছির (৩৫), ইফতেখার ( ৩০), নজরুল ইসলাম ( ২০), মো. তারেক (২৫), দীপন (৩২), আফসার (৩৩), রহিম ( ৪০), মো. লিংকন, রণজিৎ, আশোক, বেলাল হোসেন, জাফর আহমেদ, রাসেল, ফখরুল ইসলাম, সুব্রত দে, সাইফুর রহমান ও  সাইফুল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, দক্ষিণ খুলশীর মুনহিল গেস্টহাউসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়।

 


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর ওই গেস্টহাউসে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। নগরীর উঠতি মডেলসহ নানা পেশাজীবী নারীদের দিয়ে ওই গেস্টহাউসে দেহ ব্যবসা করানো হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার আটককৃত ৮ নারীর মধ্যে চট্টগ্রামের পরিচিত মডেল মারিয়া জাহানও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

আটককৃতদের মধ্যে একজন নারী মডেল থাকার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘আটক মারিয়া জাহান নিজেকে মডেল বলে দাবি করেছেন।’

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/১ আগস্ট ২০১৫/রেজাউল/সুমন মুস্তাফিজ/এএন                            

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়