ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরি রোডে রেলের জায়গা উদ্ধারে অবৈধভাবে গড়ে ওঠা বস্তিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে রোববার প্রথমদফা উচ্ছেদ অভিযানকালে একটি সংঘবদ্ধ চক্র বাধা দেওয়ার চেষ্টা করে। বস্তির একটি অংশে আগুন ধরিয়ে দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয়।

 

সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ের কর্মকর্তারা। এ সময় একটি চক্র দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলেন জানিয়েছেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

 

ইশরাত রেজা জানান, বাধা বিপত্তি উপেক্ষা করে রেলের জমি উদ্ধারে বস্তিতে উচ্ছেদ অভিযান চলছে। তিনটি বুলডোজার দিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে রেলওয়ে ও নগর পুলিশের দুই শতাধিক সদস্য অংশ নিয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৫ ডিসেম্বর ২০১৬/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়