ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে সফলভাবে শেষ হলো উন্নয়ন মেলা

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে সফলভাবে শেষ হলো উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা সফলভাবে শেষ হয়েছে।

বুধবার মেলার সমাপনী দিনে অংশ নেওয়া ১০৭টি স্টলের মধ্যে স্টলের ধরন ও মানের ভিত্তিতে তিনটিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা স্টলের পুরস্কার পেয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের স্টল। দ্বিতীয় পুরস্কার পেয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং তৃতীয় হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় অংশ নেওয়া স্টলসমূহের মধ্যে বিশেষ পুরস্কার পেয়েছে বিমান বাহিনীর স্টল।

বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন পুরস্কারপ্রাপ্ত স্টলসমূহের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন।

জেলা প্রশাসক শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদ।

চট্টগ্রামের তিন দিনের উন্নয়ন মেলায় ৯৫টি প্রতিষ্ঠানের ১০৭টি স্টলে উন্নয়ন প্রদর্শনী দেওয়া হয়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ জানুয়ারি ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়