ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামের ১৯ রুটে পরিবহন ধর্মঘট সোমবার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের ১৯ রুটে পরিবহন ধর্মঘট সোমবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ১৯টি রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম আঞ্চলিক মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

চট্টগ্রাম-কক্সবাজার রুটের বেহাল অবস্থা এবং অবিলম্বে সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার বিকেলে এক বৈঠকে এই ধর্মঘট আহ্বান করে সংগঠনের নেতারা।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং এই সড়কের সঙ্গে সংযুক্ত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী আন্তসড়কগুলো যানবাহন চলাচলে প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় যানবাহন চালানো দুর্বিসহ হওয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহন ক্ষতবিক্ষত সড়কের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে।

এই অবস্থায় যানবাহন চলাচলের অযোগ্য দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক সড়কসমূহ সংস্কারের দাবিতে আগামী ১৯ অক্টোবর সোমবার দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

সোমবার বিকেলে সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ধর্মঘট পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পরিবহন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ অক্টোবর ২০১৫/রেজাউল করিম/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়