ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশসহ গুলিবিদ্ধ ৪

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশসহ গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে একটি ভোট কেন্দ্রের দখল নিয়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার ভোট গ্রহন শুরুর পর সকাল পৌনে ১০টার দিকে চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য ফরহাদ হোসেনকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনে একটি ভোট কেন্দ্র দখলে নিতে দু’পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় ফরহাদ হোসেন নামের এক পুলিশ সদস্য এবং অপর তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

ফরহাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের নির্বাচনে আজ রোববার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম নাজিম উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী এলডিপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধূরী।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ মার্চ ২০১৯/রেজাউল/এনএ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়