ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরি জাতীয়করণের দাবি ইউপি সচিবদের

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরি জাতীয়করণের দাবি ইউপি সচিবদের

নিজস্ব প্রতিবেদক : সরকারি তহবিল থেকে শতভাগ বেতন-ভাতাসহ চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব সমিতি।

 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. দেলাওয়ার হোসেন।

 

তিনি বলেন, ‘২০০১ সাল থেকে ইউনিয়ন পরিষদ সচিবরা সরকারি তহবিল থেকে বেতনের ৭৫ শতাংশ এবং ইউনিয়ন পরিষদের কোষাগার থেকে ২৫ শতাংশ টাকা নিয়ে থাকেন।’

 

‘গত এক বছর ধরে সরকারি কোষাগার থেকে বেতনের ৭৫ শতাংশের জায়গায় ৪০ থেকে ৪৫ শতাংশ টাকা পাচ্ছেন। অন্যদিকে বেতনের ২৫ শতাংশের মধ্যেও অনেক ইউনিয়ন পরিষদ ঠিকভাবে টাকা দিতে পারে না।’

 

তিনি বলেন, ‘স্নাতক ডিগ্রিধারী ইউনিয়ন পরিষদের সচিবদের মাস শেষে ভেতন-ভাতা পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। চাকরি শেষে পেনশন বা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো কোনো সুযোগ-সুবিধা নেই, যা আমাদের ন্যায্য প্রাপ্য।’

 

নিজেদের কাজের বর্ণনা দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদে অফিস ব্যবস্থাপনা থেকে শুরু করে নথি সংরক্ষণ, ক্যাশ বই লেখা ও সংরক্ষণ, ট্যাক্স অ্যাসেসমেন্ট তৈরি ও আদায়, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, গ্রাম আদালত পরিচালনা, ব্যাংক ঋণ আদায়, এনজিও প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয় তৈরি, ভিজিডি তালিকা প্রণয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বিধবা-বয়স্ক-প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার তালিকা প্রণয়ন ও বিতরণ করতে হয়।

 

তা ছাড়া জনস্বাস্থ্যমূলক কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, অনলাইনে জন্মমৃত্যু নিবন্ধন ও সনদ প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা দিতে হয়। এতো কাজ করার পরও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারি না।’

 

সংবাদ সম্মেলন থেকে ইউপি সচিবদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার ১০ম গ্রেডে বেতন স্কেল, বিনোদন ভাতা, প্রভিডেন্ড ফান্ড গঠন, পেনশন প্রথা চালুসহ নির্বাহী ক্ষমতা প্রদানের দাবি জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. এমদাদ হোসেন, দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফজলুর রহমান শিকদার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/আহমদ নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়