ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাটমোহরে নিত্যপণ্যের দাম অসহনীয় !

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৭ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
চাটমোহরে নিত্যপণ্যের দাম অসহনীয় !

জেলা সংবাদদাতা
চাটমোহর (পাবনা), ১৭ জুলাই : চাটমোহরে কাঁচা মরিচের কড়া ঝাঁঝ দিয়ে রোজার শুরু হয়েছিলো। এখন সেই ঝাঁঝ বেগুন-পিঁয়াজ থেকে শুরু করে সব নিত্যপণ্যে ছড়িয়েছে।

মঙ্গলবার ৬ রোজার দিনে পৌরসভার দুই বাজার (নতুন-পুরাতন) ঘুরে দেখা যায়, কাঁচা বাজার বাদ দিয়েও মাছ-মাংস, বিশেষ করে ব্রয়লার এর দাম কেজিতে ৩০ টাকা, লেয়ারসহ অন্যজাতের এ্যাঙ্গলো মুরগীর দাম আগের থেকে ৪০ টাকা বাড়তি। তবে গরুর দাম বাড়েনি।

১৫ টাকার রোজার আগের শসা উঠেছে ৪০/৪৫ টাকা কেজিতে। রোজার আগের ৩৫ টাকার কাঁচামরিচের কেজি ১২০ থেকে উঠতে উঠতে মঙ্গলবার ১৮০/২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। ২৪ টাকার বেগুনটা রোজার ইফতারীর বেগুনীর আইটেম টেনে তুলেছে ৫৫/৬০ টাকাতে।

ভারতীয় পেঁয়াজ ৪৫, দেশী ৫০ টাকা কেজি। খেঁজুরের দাম এবার বেশী। সাধারনটাই ২০০ টাকা। তবে এবার রোজায় আমটা মিলছে ভালোই। দামটা সহনীয়। কানসাট ফজলী ৬০ টাকা কেজিতে মিলছে। আনারসে মিষ্টি নেই। দামচড়া, জোড়া ৮০/৯০। অন্যদিকে চালের বাজারও চড়ছে।

এলোমেলো বাজার সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল ইসলাম কিসলু বলেন, আসলে হরতালই বাজারকে আরো বেতাল করে দিলো। দাম কিছুটা কমছিলো। আমরা ব্যবসায়ীদের বলেছি, মাথায় বাড়ি দেওয়া যাবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম বলেন, অতিবৃষ্টিতে মরিচের খেতের ক্ষতি হয়েছে। বানের পানিতেও অনেক জমি তলিয়েছে। বাইরের মরিচ এলে দাম এতোটা উঠতো না।

 

রাইজিংবিডি/শামটি/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়