ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশাল বিভাগের ৫৫ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল বিভাগের ৫৫ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল বিভাগের ৫ জেলার ৩১টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

 

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটারদের ভির দেখে গেছে। বিশেষ করে বরিশালের ১৩টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

সকাল ৯টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভাগের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

প্রসঙ্গত, আজ বরিশাল বিভাগের ৫ জেলার ৩১টি ইউনিয়নে স্থগিত হওয়া ৪৪টি ও নতুন ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ভোট কেন্দ্রগুলো মধ্যে বরিশাল ও পটুয়াখালী জেলায় ১৩টি করে, পিরোজপুরে ১০টি, ভোলায় ৭টি এবং বরগুনায় একটি।

 

এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় সেখানে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ও বরগুনায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানে ভোট গ্রহণ হচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/বরিশাল/৩১ অক্টোবর ২০১৬/জে. খান স্বপন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়