ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোস্তভের মাঠে ইউনাইটেডের হোঁচট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোস্তভের মাঠে ইউনাইটেডের হোঁচট

হেনরিখ মেখিতারিয়ানের এই গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক : ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রোস্তভের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাশিয়ান ক্লাবটির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে হোসে মরিনহোর দল। অবশ্য অ্যাওয়ে গোলটি আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে ইংলিশ ক্লাবটিকে অনেকটা এগিয়েই রাখবে।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ম্যাচের ৩৫ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন হেনরিখ মেখিতারিয়ান। ২০১০ সালে ওয়েইন রুনির পর এই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে গোল করলেন। মেখিতারিয়ানের এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল অতিথিরা।

কিন্তু বিরতির পর শুরুতেই সমতায় ফেরে রোস্তভ। ৫৩ মিনিটে স্বাগতিকদের সমতাসূচক গোলটি করেন অ্যালেক্সান্ডার বুখারভ। ইউরোপা লিগে ৪৪৩ মিনিট পর প্রথম গোল হজম করল ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই ড্র হয় ম্যাচ।



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়