ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করপোরেট ক্রিকেটে ওয়ালটনের গ্রুপসঙ্গী যারা

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করপোরেট ক্রিকেটে ওয়ালটনের গ্রুপসঙ্গী যারা

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। দেশের শীর্ষ ২৪টি করপোরেট প্রতিষ্ঠান এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে আল হারমাইন পারফিউমস, পাওয়ার স্পনসর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্যান্ড মার্সেল। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে, ‘আল হারমাইন পারফিউমস ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল।’ 

 

বরাবরের মতো এবারও নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেরা দল তৈরি করেছে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন শিরোপায় চোখ রেখে এবারের আসরে মাঠে নামছে।

 

লটারিতে ‘সি’ গ্রুপে পড়েছে ওয়ালটন। তাদের গ্রুপসঙ্গী এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, রিল্যায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। 

 

করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গত ৩ নভেম্বর খেলোয়াড় বাছাই করে ওয়ালটন গ্রুপ। ওয়ালটন গ্রুপে কর্মরত গ্র্যাজুয়েট কর্মকর্তাদের ওয়ালটন ক্রিকেট দলে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ বেসরকারী টেলিভিশন চ্যানেল গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।

 

কোন প্রতিষ্ঠান কোন গ্রুপে

গ্রুপ ‘এ’:  গ্রীন ডেল্টা,  আইসিডিডিআরবি, গ্রামীণ ফোন, নিটল মটোরস।    

গ্রুপ ‘বি’: বেক্সিমকো ফার্মা, বিক্রয় ডট কম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইষ্টার্ন ইউনিভার্সিটি।   

গ্রুপ ‘সি’: ওয়ালটন, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, রিল্যায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। 

গ্রুপ  ‘ডি’:  মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার, এরিকসন, সিএনআরএস।  

গ্রুপ ‘ই’:   স্কয়ার গ্রুপ,  এডিসন গ্রুপ, আলিফ গ্রুপ,  এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং।  

গ্রুপ ‘এফ’: আইডিএলসি, কনফিডেন্স গ্রুপ,  বে ডেভেলাপমেন্টস, বেক্সিমকো  টেক্সটাইল। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৬/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়