ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছয় পরিচালককে পদ ছাড়ার নির্দেশ

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় পরিচালককে পদ ছাড়ার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংকের পরিচালকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও থাকায় ছয় জনকে যেকোন একটির পরিচালক পদ ছাড়তে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই ছয় জনকে কারণ দর্শানোর চিঠি  ও পদ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এই পরিচালকদের মধ্যে দ্য সিটি ব্যাংক লিমিটেডের রুবেল আজিজ, মেহেরুন হক, হোসেন মেহমুদ, আজিজ আল কায়সার একইসঙ্গে আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।

 

দ্য সিটি ব্যাংক লিমিটেডের আরেক পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এদিকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শহিদুল আহসান আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

 

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে একইসঙ্গে অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারেন না।

 

চিঠিতে ওই ছয় জনকে আগামী ১৫ দিনের মধ্যে যে কোনো একটি পদ ছাড়তে বলা হয়েছে।

 

একাধিক প্রতিষ্ঠানে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০১৩) এর ২৩(১)(ক) উপধারা অনুযায়ী ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়