ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জঙ্গিবাদ ধ্বংস করতে সাপকে মারতে হবে : ইনু

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৪ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ ধ্বংস করতে সাপকে মারতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সমূলে জঙ্গিবাদ ধ্বংস করতে হলে সাপকে মারতে হবে, সাপের ডিমকেও ধ্বংস করে দিতে হবে। নাহলে ফের সাপের জন্ম হবে, ফের দংশনের ঘটনা ঘটবে।’

রোববার রাতে রাজধানীর হোটেল রিজেন্সিতে ‘শ্যাওলা’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘বর্বরতার কাছে জীবন হারতে পারে না। হারতে পারে না বলেই আমাদের দৈনন্দিন কাজ থেমে থাকে না। থেমে গেলেই দানবদের কাছে পরাজিত হতে হবে। সাহায্যের জন্য হাত বাড়াতে হবে। হাত না বাড়ালে আপনি পড়ে যাবেন। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমিও কারো কাঁধে দাঁড়িয়ে আছি।’  

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মাথার পেছনে নাকি একটা বুলেট ঘুরছে। এসব কথা চিন্তা করলে তো আমার সকালে বাসা থেকে বেরই হওয়া হতো না। হায়াত-মউত, ধন-দৌলত, রিজিক সব আল্লাহর হাতে।’

অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘এই মাটির ইতিহাস ৩ হাজার বছরের। এই মাটিতে ইসলামের ইতিহাস ৮০০ বছরের। জঙ্গিরা এ ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করতে চায়। আমাদের স্বাধীনতার ইতিহাস ধ্বংস করতে চায়। চলচ্চিত্রে এসব বিষয় তুলে ধরুন।’

অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস, কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জী, প্রযোজক বাবুল আক্তার ববি ও মোহাম্মদ রাজ, পরিচালক এহসান ও বাপ্পী উপস্থিত ছিলেন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/আশরাফ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়