ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জঙ্গিবাদ বিষয়ে উন্মুক্ত মতবিনিময় ২৭ জুলাই

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৪ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ বিষয়ে উন্মুক্ত মতবিনিময় ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

২৭ জুলাই সকাল ১০টায় রাজধানীর ওসমানী উদ্যানে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে তা সরাসরি সম্প্রচার করা হবে। এর আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রাসঙ্গিক প্রশ্নোত্তরে অংশগ্রহণ করবেন।

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, মাশায়েখ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত থাকবেন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়