ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জঙ্গির ‘জ’ও থাকবে না

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৩০ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গির ‘জ’ও থাকবে না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আসুন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি। দেশে জঙ্গি তো দূরের কথা জঙ্গির ‘জ’ও থাকবে না।’

 

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘সন্ত্রাস, নৈরাজ্য, উগ্র ধর্মান্ধতা ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও যুবসমাজ’শীর্ষক এই সমাবেশ হয়।

 

সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্র পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা অনেক পাহাড় ডিঙিয়ে গেছি। যত বাধাই আসুক না কেন দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।’

 

তিনি আরো বলেন, ‘আমরা চাই না বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হোক। দুই-একটা জঙ্গি হামলা হয়েছে, হয়তো এরকম দুই-চারটা ঘটনা ঘটতে পারে। এই দুই-একটি ঘটনা ঘটার কারণে বাংলাদেশ রাষ্ট্র সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেটা কিন্তু ঠিক না।’

 

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দুই-একটি ঘটনা ঘটলেই শহীদ মিনারে বিশাল সমাবেশ করারও প্রয়োজন নেই। এ জঙ্গিরা কাউয়ার্ড। তাদের নেই কোনো আত্মশক্তি। তারা কাপুরুষ ও ভীতু। কারণ, যারা রাতের অন্ধকারে নিরিহ মানুষকে হত্যা করে, তারা কাপুরুষ। এ কাপুরুষের দল কোনোভাবেই কোনো সংগ্রামে জয়লাভ করতে পারে না এবং পারবেও না। অহেতুক এরা হয়তো কিছু মায়ের বুক এবং পিতার কোল খালি করতে পারে।’

 

শুধু কাউকে আঙুল দিয়ে টার্গেট করা ঠিক হবে না, উল্লেখ করে সৈয়দ আশরাফ আরো বলেন, ‘রেস্টুরেন্টে গিয়ে নিরীহ দেশি-বিদেশি মানুষকে কুপিয়ে ও গুলি করে মানুষকে হত্যা করলেই জিহাদ হবে না। এখানে জঙ্গিও মারা গেল এবং যারা খেতে আসল তারাও মারা গেল, এতে লাভটা কার হলো? কয়েকজন বিদেশিকে হত্যা করেলই সারা বিশ্বে ইসলাম কায়েম হবে? নিরীহ মুসলামনদের হত্যা করলেই ইসলাম ধর্ম শক্তিশালী হবে না।’

 

কোনো ধর্মকে দোষ দিয়ে লাভ নেই, এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ইসলাম ধর্ম উত্তম ধর্ম, হিন্দু ধর্ম নিম্নবর্ণের ধর্ম, আর ইহুদিরা মানুষই না- এভাবে যদি মানুষকে মূল্যায়ন করা হয়, তাহলে বিশ্বে বিভাজন আরো বাড়বে। আমরা যদি অন্যের ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করি এবং সন্মান না করি, তাহলে তারাও আমাদের ধর্মকেও সন্মান করবে না।’

 

যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খাঁন নিখিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসাইন, মমতাজ বেগম এমপি, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, সুচিন্তার আহ্বায়ক এম এ আরাফাত, মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

 

সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/এনআর/ইভা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়