ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার আহ্বান খালেদার

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার আহ্বান খালেদার

জ্যেষ্ঠ প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

 

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার হরণের দিন পাঁচ জানুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন।’

 

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে এর পূর্বাপর সময়ে আন্দোলনের ডাক দেয় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের (নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার) অধীনে নির্বাচনের দাবিতে দলটির সেই আন্দোলন- দাবি আদায়ে ব্যর্থ হয়।

 

এর পরের বছর সরকারের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ডাক দিয়ে কর্মসূচির ঘোষণা করলে রাজনীতি সংঘাতময় পরিস্থিতিতে রূপ নেয়। যদিও গত বছর আওয়ামী লীগ ও বিএনপি সহনশীলতার পরিচয় দিয়ে রাজধানীতে সমাবেশ করে।

 

এ বছরও ক্ষমতাসীন আওয়ামী লীগ ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের জন্য রাজধানীর দুটি স্থানে সমাবেশ করছে। আর তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অভিহিত কর্মসূচি হাতে নিয়েছে।

 

এর অংশ হিসেবে সারা দেশে মহানগর ও জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ এবং ৭ জানুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়