ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফের মার্কিন রণতরীর ওপর হুতিদের হামলা

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ১৬ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের মার্কিন রণতরীর ওপর হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে অবস্থানরত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন রণতরী ইউএসএস ম্যাসনের ওপর আবারও হামলা হয়েছে । ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর শনিবার দাবি করেছে।

 

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা মার্কিন রণতরীর ওপর হামলা চালালো হুতিরা। গত সপ্তাহে লোহিত সাগরে মার্কিন রণতরীর ওপর  হামলার ‘প্রতিশোধ’ নিতে ইয়েমেনের তিনটি রাডার কেন্দ্রে টোমাহক ক্ষেপণাস্ত্র হামলা করেছ আমেরিকা।

 

বাল্টিমোরে মার্কিন নৌ অভিযানের প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, ‘ লোহিত সাগরে আবারও ম্যাসনের ওপর হামলা চালানো হয়েছে। ইয়েমেন উপকূল থেকে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে।

 

লোহিত সাগরে অবস্থানরত তিন মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্রটি চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এ হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ায় ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীকে আঘাত করতে পারে নি বলে জানিয়েছেন তিনি।

 

মার্কিন কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলে, গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউএসএস ম্যাসন, ইউএসএস নিৎজ ও ইউএসএস পন্সকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়