ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবিশ্বাস্য জনসন!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবিশ্বাস্য জনসন!

বোলিংয়ে আগুন ঝরালেন মিচেল জনসন

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এক বছরের বেশিই হলো। বয়স পেরিয়েছে ৩৫ বছর। তবে বোলিংয়ের ধার যে একটুও কমেনি, সেটি আরেকবার দেখিয়ে দিলেন মিচেল জনসন। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার আজ দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে দুটি মেডেনসন নিয়েছেন ৩ উইকেট! ডট বল ২১টি!

ওয়াকায় প্রথম সেমিফাইনালে টস জিতে মেলবোর্ন স্টার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পার্থ স্কর্চার্স অধিনায়ক অ্যাডাম ভোজেস। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন জনসন। ইনিংসের প্রথম বলেই তিনি রব কুইনিকে সাজঘরের পথ দেখান। যদিও বলটি ছিল বাজে, লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে রিচার্ডসনকে ক্যাচ দিয়ে ফেরেন কুইনি। তিন বল পর আরেক ওপেনার লুক রাইটকেও বিদায় করেন জনসন। গালিতে দারুণ এক ক্যাচ নেন অ্যাশটন টার্নার। প্রথম ওভারটি উইকেট মেডেন।

জনসনের দ্বিতীয় ওভারের প্রথম চার বলেও কোনো রান নিতে পারেননি কেভিন পিটারসেন। পরের দুই বল থেকে লেগ বাই হিসেবে আসে ৫ রান, এই ওভারটিও তাই মেডেন। বিগ ব্যাশের ইতিহাসে ডগ বোলিংগারের পর দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে দুটি মেডেন ওভার নেওয়ার কীর্তি এটি।

বাঁহাতি পেসারের তৃতীয় ওভারের প্রথম বলে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান পিটারসেনও। ওভারের শেষ বলে প্রথম রান খরচ করেন জনসন। ফাইন লেগে ঠেলে সিঙ্গেল নেন মার্কাস স্টইনিস। প্রথম স্পেলেই কোটার শেষ ওভারটি করেন জনসন। এই ওভার থেকে আসে ২ রান। তাতে জনসনের বোলিং ফিগার দাঁড়ায়, ৪-২-৩-৩! ইকোনোমি রেট ০.৭৫! যেটি বিগ ব্যাশের ইতিহাসে কোটা শেষ করা বোলারের সেরা ইকোনোমি রেট।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়