ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জন্মদিনে গুগলে নুসরাত ফতেহ আলী খান

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মদিনে গুগলে নুসরাত ফতেহ আলী খান

গুগলের ডুডলে কাওয়ালির সুরে মগ্ন নুসরাত ফতেহ আলী খান

আন্তর্জাতিক ডেস্ক:  আজ কিংবদন্তি পাকিস্তানি গায়ক নুসরাত ফতেহ আলী খানের ৬৭তম জন্মদিন। তাই গুগলের ডুডলে দেওয়া হয়েছে কাওয়ালির সুরে আচ্ছন্ন কাওয়ালি সম্রাটের ছবি। ভারত, পাকিস্তান, জাপান, সুইডেন, ঘানা ও কেনিয়ায় দেখা যাচ্ছে এই ডুডল।

 

১৯৪৮-এর ১৩ অক্টোবর পাঞ্জাবের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন নুসরাত ফতেহ আলী। কাওয়ালির মোড়কে আধ্যাত্মিক সংগীতকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। ট্রাডিশনাল সুফি সংগীতে একই সঙ্গে দর্শক শ্রোতাকে নাচিয়েছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেনও। তার এক একটা কনসার্ট প্রায় ১০ ঘণ্টা ধরে চলত।

 

গায়ক বাবার ইচ্ছা ছিল ছেলে হবে ডাক্তার। কিন্তু সে পথে হাঁটেননি নুসরাত ফতেহ আলী। কাওয়ালিতেই জীবনের মানে খুঁজে পেয়েছেন। স্বকীয় কায়দায় তৈরি করেছেন নিজস্ব ঘরানা। নুসরাত ফতেহ আলী খানের হিপনোটিক কণ্ঠ, সুর টানা তিন দশক রাজ করেছে পাকিস্তানি ফিল্মিজগতে। সীমান্তের কাঁটাতারে আবদ্ধ থাকেনি তার সংগীত।‘পিয়া রে’- আবেদনে মজেছে এ দেশ, বলিউডও।

 

১৯৯৭-এ মাত্র ৪৮ বছর বয়সে ওবেসিটির কারণে মারা যান তিনি। যত দিন পৃথিবীতে সংগীত টিকে থাকবে তত দিন শ্রোতাদের মনে অমর হয়ে থাকবেন এই কাওয়ালি সম্রাট ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/টিপু/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়