ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহত ২

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলের দূতাবাসে বন্দুক হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত দুজন জর্ডানের নাগরিক। আহত একজন ইসরায়েলের নাগরিক। স্থানীয় নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই জর্ডানীয় কাঠমিস্ত্রী ছিলেন। হামলার আগে অসবাবপত্রের কাজের জন্য তারা দূতাবাসে প্রবেশ করেন।

এ হামলা সম্পর্কে অল্পবিস্তারিত তথ্য পাওয়া গেছে। তা ছাড়া কী কারণে এ হামলা হয়েছে, তাও পরিষ্কার নয়।

নিরাপত্তা বাহিনী ইসরায়েলি দূতাবাসটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরিয়ে নিয়েছে।

জর্ডান পুলিশ জানিয়েছে, ইসরায়েলি দূতাবাসের ব্যবহৃত একটি ভবনে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত এখনো ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এবং প্রতিবেদন প্রকাশে বিধিনিষেধ আরোপ করেছে। আম্মানের অভিজাত এলাকা রাবেয়ায় দূতাবাসের নিরাপত্তায় কড়া ব্যবস্থা রয়েছে ইসরায়েলের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়