ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৫, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সাভার : ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ৬টা ০২মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদদের প্রতি আবার শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া শ্রদ্ধা জানান।

এরপর ক্রমান্বয়ে শ্রদ্ধা জানান ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ, তিন বাহিনীর প্রধানরা, বাংলাদেশ পুলিশ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

৬টা ২০মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। 



রাইজিংবিডি/সাভার/২৬ মার্চ ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়