ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি শুরু ২৭ নভেম্বর

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি শুরু ২৭ নভেম্বর

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথমবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ভর্তি শুরু হবে ২৭ নভেম্বর। এ উপলক্ষ্যে মঙ্গলবার ১ম মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ১ম মনোনয়প্রাপ্তদের ভর্তি কার্যক্রম ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া বিভিন্ন কোটায় ২৮ ডিসেম্বর মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

 

আসন খালি থাকা সাপেক্ষে ‘ডি’ ইউনিটের পরবর্তী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত বিষয়ে ভর্তি হতে বলা হয়েছে। ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, সদ্য তোলা ৮ কপি ছবি (৪ কটি পাসপোর্ট সাইজ ও ৪ কপি স্ট্যাম্প সাইজ) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে।

 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.jnu.ac.bd) প্রকাশ করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৬/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়