ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিপসি চানের ৬২তম জন্মদিন উদযাপন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিপসি চানের ৬২তম জন্মদিন উদযাপন

নাতির সঙ্গে কেক খাচ্ছে প্রবীণতম ওরাংওটাং জিপসি চান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রবীণ ওরাংওটাং তার ৬২তম জন্মদিন উদযাপন করেছে। জিপসি চান নামের এই ওরাংওটাং নাতির সঙ্গে ফল দিয়ে তৈরি কেক খেয়ে দিনটি উদযাপন করে।

জাপানের টোকিও চিড়িয়াখানায় থাকে জিপসি চান। চার সন্তানের মা সবচেয়ে বেশি বয়সি এই ওরাংওটাং মানুষকে অনুকরণ করতে পছন্দ করে। মানুষের মতো আচরণ করায় চিড়িয়াখানায় তার ভক্তের অভাব হয় না।

৬২তম জন্মদিনে দুই বছর বয়সি নাতি আপির সঙ্গে ফলের কেক ভাগাভাগি খায় তারা। সে এক চমৎকার দৃশ্য। প্রাণীদের মধ্যে আনন্দ ভাগাভাগির এই দৃশ্য যে কাউকে উদ্বেলিত করে।

জিপসি চানের জন্মদিন উদযাপনের দৃশ্য ধারণ করেন চিত্রগ্রাহক ডেভিড উইলিয়ামসন। নাতি আপিকে কাছে নিয়ে দুজনে মিলে কেক খায় তারা। আপির মাথায় হাত বুলিয়ে দেয় চান। তার ভাষায়, নাতির সঙ্গে চানের অন্তরঙ্গতা খুবই উপভোগ্য- সত্যিই দারুণ।

 



কেক খাওয়ার এক পর্যায়ে জিপসি চান মানুষের মতো বুকে টেনে নিয়ে তার নাতি আপিকে আদর করে। ওরাংওটাংয়ের এই আবেগপ্রবণতা তাদের বিবেচনাশক্তির বহিঃপ্রকাশ- এমনটি বলাই যায়।

তথ্যসূত্র : দি সান অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়