ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জীবিকার টানে ঢাকা ফিরছে মানুষ

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবিকার টানে ঢাকা ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপন শেষে জীবিকার টানে ঢাকা ফিরছে মানুষ। নানা রকম ভোগান্তি উপেক্ষা করেও তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন।

 

শনিবার সকালে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী ও মহাখালী গিয়ে ফিরতি মানুষের ভিড় দেখা যায়।

 

রংপুর থেকে শ্যামলী পরিবহণের একটি বাসে আসা মোহাম্মদ আনাম জানান, ঈদের ছুটি শেষে সোমবার থেকে অফিস শুরু হলেও বাড়তি ছুটি নেওয়া অধিকাংশ চাকরিজীবী মানুষ আজ ঢাকায় ফিরছেন। তবে যাওয়ার সময়ের থেকে আসার সময় সড়কপথে নানা রকম ভোগান্তিতে পড়তে হয়েছে।

 

তিনি বলেন, যাওয়ার সময় বাসে স্বাভাবিক ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি দিতে হয়েছে। কিন্তু আসার সময় স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছে।

 

গাবতলীতে শ্যামলী পরিবহণের কাউন্টার মাস্টার মোহাম্মদ মিলন বলেন, ঈদের কারণে যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে তা খুব বেশি নয়।

 

তারপরও ঢাকায় ফেরার জন্য থেমে নেই যাত্রীরা। বাস, ট্রেন, লঞ্চ ছাড়াও ট্রাক কিংবা পিকআপে করে ফিরে আসতে দেখা গেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৫/মিথুন/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়