ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৮ বছর পর প্রেক্ষাগৃহে মীর সাব্বির

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮ বছর পর প্রেক্ষাগৃহে মীর সাব্বির

মীর সাব্বির

রাহাত সাইফুল : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়ের পাশাপাশি নাটক টেলিফিল্ম নির্মাণ করেও পেয়েছেন জনপ্রিয়তা। তার অভিনীত ও পরিচালিত অধিকাংশ নাটক কমেডি ঘরানার। তাই দর্শকের কাছে কমেডিয়ান হিসেবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে এবার দর্শকদের হাসাতে বড়পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেতা।

 

সাব্বির অভিনীত ‘ভালোবাসা এমনই হয়’ শিরোনামের সিনেমাটি আগামী ২৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে। অভিনেত্রী  তানিয়া আহমেদ পরিচালিত এ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন মীর সাব্বির।

 

এ প্রসঙ্গে মীর সাব্বির রাইজিংবিডিকে বলেন, ‘‘ভালোবাসা এমনই হয়’ সিনেমাটি তথা কথিত নায়ক, নায়িকা, প্রেম-ভালোবাসার নয়। গল্পটি ভিন্ন ঘরানার। সিনেমাটি দেখে দর্শক আনন্দ পাবেন, বিনোদিত হবেন।’’

 

 

দীর্ঘ আট বছর পর প্রেক্ষাগৃহে আসার অনুভূতি ব্যক্ত করে সাব্বির বলেন, ‘দর্শক আমাকে প্রতিনিয়ত টেলিভিশন, ইউটিউবে দেখছেন। সে অর্থে সব সময়ই মানুষের মনের মধ্যেই আছি। তবে এসব দর্শক যদি প্রেক্ষাগৃহে গিয়ে আমাকে দেখেন তাহলে বিষয়টি আরো ভালো লাগার। যারা আমার নাটক পছন্দ করেন আশা করছি, তারা হলে গিয়ে এ সিনেমাটিও দেখবেন।’

 

এ সিনেমার গল্পে দর্শক আপনাকে কেমন চরিত্রে দেখতে পাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দর্শক আমাকে নাটকে যেভাবে পেয়েছেন সিনেমাতেও সেভাবেই পাবেন। অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতে চেষ্টা করেছি। বাংলাদেশে কমেডি সিনেমা হচ্ছে না, এ সিনেমায় কমেডি ও ভালো অভিনয় দেখতে পাবেন। আমরা ভালো কিছু করার চেষ্টা করেছি।’

 

নিয়মিত সিনেমায় কাজ করার প্রসঙ্গে তিনি জানান, অভিনয়ের ভালো সুযোগ যেখানে পাবেন সেই মাধ্যমেই অভিনয় করবেন। তা সিনেমাও হতে পারে কিংবা নাটক।

 

 

মীর সাব্বির ছাড়াও এতে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম,  মিশু সাব্বির,  ইরফান সাজ্জাদ,  সাজু মুনতাসীর, তারিক আনাম খান ও তানজিকা। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার ইংরেজি নাম ‘গুড মর্নিং লন্ডন’। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

 

২০০৮ সালে সাব্বির অভিনীত ‘কি যাদু করিলা’ শিরোনামের সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন চন্দন চৌধুরী। 

 

১৯৯৬ সালের দিকে বিটিভিতে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন মীর সাব্বির। ২০০২ সালে প্রচারিত অনন্ত  হীরার ‘বিষকাঁটা’ শিরোনামের নাটকে ‘আক্কাস’ চরিত্রে অভিনয় করেন মীর সাব্বির। নাটকটি তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর ক্রমেই বেড়েছে তার পরিসর।  তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘পুত্র’, ‘কদম চোরা’, ‘কাঁচা গাব পাঁকা গাব’, ‘সুমন রাজন মোহন’, ‘আলাল দুলাল’, ‘ছায়াঘাতক’, ‘কেমন আছো বন্ধু’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’ প্রভৃতি। তার পরিচালিত প্রথম টিভি নাটক  ‘বরিশাল বনাম নোয়াখালী’ও প্রথম ধারাবাহিক নাটক ‘মকবুল’।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়