ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ শুরু

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ শুরু

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার চাঁদপুর জেলার নির্বাচিতদের গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান।

 

প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও  ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দুটি জেলায় চেয়ারম্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়।

 

ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান বলেন, ভোটের এক সপ্তাহের মাথায় চাঁদুপর জেলার তিন পদে নির্বাচিতদের মাধ্যমে গেজেট প্রকাশ শুরু হল। পর্যায়ক্রমে বাকি জেলার গেজেটও প্রকাশিত হবে। স্থানীয় সরকার বিভাগ নির্বাচিতদের শপথ আয়োজনে ব্যবস্থা নেবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৭/মিথুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়