ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জৈনদের আমৃত্যু উপোসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জৈনদের আমৃত্যু উপোসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আগস্টের শুরুর দিকে রাজস্থান হাইকোর্ট সানথারা নিষিদ্ধ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় জৈনরা

আন্তর্জাতিক ডেস্ক : জৈনদের আমৃত্যু উপোসের প্রথার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রায়  দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে চলতি মাসের শুরুর দিকে রাজস্থানের হাইকোর্ট এই প্রথাকে আত্মহননের সঙ্গে তুলনা করে তা নিষিদ্ধ করেন। সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

‘সানথারা’ জৈন ধর্মের একটি বিধান। খাদ্য ও পানীয় ত্যাগ করে যতক্ষণ মৃত্যু না হয়, ততক্ষণ উপোস করাকে সানথারা বলে। এর মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছানো যায় বলে জৈনরা বিশ্বাস করে।

সোমবার সানথারার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেন, সানথারা চালু থাকার বিষয়ে তারা বিবেচনা করছেন। তা ছাড়া আইন বিশেষজ্ঞরা মনে করেন, সানথারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যাবে।

এদিকে গত মাসে রাজস্থান হাইকোর্ট সানথারা নিষিদ্ধ ঘোষণা করায় বিশাল বিক্ষোভ করে জৈনরা। তাদের দাবি, আত্মহত্যা পাপ কিন্তু সানথারা পাপ নয়, ধর্মীয় বিধান।

পৃথীবির প্রাচীন ধর্মগুলোর মধ্যে জৈন অন্যতম। এই ধর্মের পুরোহিতরা স্বল্পবসনা ও স্বল্পাহারি।

 

 



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়