ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাঁচিয়ে রাখল দ. আফ্রিকা

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাঁচিয়ে রাখল দ. আফ্রিকা

ডি কক আর আমলার ২৩৯ রানের জুটিই প্রোটিয়াদের দারুণ জয় এনে দেয়

ক্রীড়া ডেস্ক : কুইন্টন ডি কক ও হাশিম আমলার সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন শ’র বেশি তাড়া করে ৭ উইকেটের জয়ে প্রোটিয়ারা সিরিজ জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে।

 

প্রথম দুই ওয়ানডে জেতা ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। আগামী শুক্রবার জোহানেসবার্গে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

 

মঙ্গলবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে ৪৬ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

 

৩১৯ রান তাড়া করতে নেমে ডি কক ও আমলার ২৩৯ রানের উদ্বোধনী জুটিই দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দেয়। উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। আর যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ।

 

ডি কক ব্যক্তিগত ১৩৫ রান করে ফিরলে ভাঙে এই বড় জুটি। ১১৭ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় ১৩৫ রানের ইনিংসটি সাজান প্রথম ম্যাচে অপরাজিত ১৩৮ রান করা ডি কক।

 

এরপর ডেভিড ভিসা দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন আমলা। জয় থেকে ৮ রান দূরে থাকতে ১২৭ রানের চমৎকার এক ইনিংস খেলে ফেরেন আমলা। তার ১৩০ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কার মার। পরে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৩৩ রান করা ডু প্লেসিস।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জো রুটের ১২৫, অ্যালেক্স হেলসের ৬৫ ও বেন স্টোকসের ৫৩ রান ইংল্যান্ডকে ৩১৮ রানের বড় পুঁজি এনে দিয়েছিল। কিন্তু ডি কক ও আমলার সেঞ্চুরিতে বড় লক্ষ্য তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়