ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ই-ফাইলিং শুরু

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ই-ফাইলিং শুরু

সচিবালয় প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ই-ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

বৃহস্পতিবার মৎস্য সচিব মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ই-ফাইলিংয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি নথি নিষ্পত্তির মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন। 

 

উল্লেখ্য, ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত দেশের মোট ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়, এ মন্ত্রণালয়সহ ২৯টি মন্ত্রণালয়, ৩২টি অধিদপ্তর মিলে মোট ৬১৫টি দপ্তরে এই ই-ফাইলিং লাইভ সিস্টেম চালু হলো। এতে সর্বাত্মক সহায়তা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন সচিব মো. মাকসুদুল হাসান খান, মন্ত্রণালয়ের উপসচিব হাফসা বেগম, এটুআইয়ের প্রতিনিধি মনসুর উদ্দিন ও মন্ত্রণালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আল মারুফ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়