ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাস্তান, গুণ্ডারা যুবলীগে থাকতে পারবে না : ভূমিমন্ত্রী

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 মাস্তান, গুণ্ডারা যুবলীগে থাকতে পারবে না : ভূমিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজরা যুবলীগের নেতৃত্বে থাকতে পারবে না। আদর্শবান যুবকরাই এ সংগঠনের নেতৃত্ব দিয়ে দেশের যুব সমাজকে সম্পদে পরিণত করবে।

 

শুক্রবার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে মাঠে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

 

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. রেজুয়ান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ সফলতার সঙ্গে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

ভূমিমন্ত্রী পরে মোহনা টেলিভিশনের ৭ম বছর প্রদার্পন উপলক্ষে কেক কাটেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভি আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, চান্না মণ্ডল, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হকবুল, সাধারণ সম্পাদক বাবু মণ্ডল, মোহনা টিভির ঈশ্বরদী প্রতিনিধি টিপু সুলতান উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৬/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়