ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিআরইউ নির্বাচন শেষ, চলছে ভোট গণনা

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউ নির্বাচন শেষ, চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক : পেশাদার রিপোর্টারদের সক্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

 

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান (কালবেলা) ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন (অর্থনীতি প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

 

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা (দৈনিক ইনকিলাব), সাবেক সভাপতি মোস্তাক হোসেন (দৈনিক ভোরের ডাক) ও ডিআরইউ সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন (দৈনিক করতোয়া)।

 

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- আবু দারদা জুবায়ের (এটিএন বাংলা), আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শহিদুল ইসলাম (এসবিসি ৭১ ডটকম) ও ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬)।

 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসসের দুই সিনিয়র রিপোর্টার সৈয়দ শুকুর আলী শুভ ও মুরসালিন নোমানী। এর আগে সৈয়দ শুকুর আলী দপ্তর সম্পাদক হিসেবে এবং মোরসালিন নোমানী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- জিলানী মিল্টন (দৈনিক নয়াদিগন্ত), ফারুক খান (আরটিভি) ও আফজাল বারী (দৈনিক ইনকিলাব)।

 

দপ্তর সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেহাদ হোসেন চৌধুরী (সময় নিউজ ডটকম) ও নয়ন মুরাদ (যমুনা নিউজ ডটকম)।

 

যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক খোলা কাগজের তোফাজ্জেল হোসেন ও দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন।

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আমিনুল হক ভূইয়া (নবচেতনা) ও কাফী কামাল (মানবজমিন)।

 

সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজান চৌধুরী (আলোকিত সময়) ও এমদাদুল হক খান (সকালের খবর)।

 

নারী বিষয়ক সম্পাদক পদে দুই প্রার্থী হলেন- দিনার সুলতানা (বিটিভি) ও সুমী খান (সূর্যবার্তা২৪ ডটকম)।

 

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করছেন- আহমেদ সিরাজ (এএনবি) ও শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ)। মাহমুদ এ রিয়াত বর্তমান কমিটির কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আপ্যায়ন সম্পাদক পদের প্রার্থীরা হলেন- আবু জাফর (দৈনিক জনতা) ও কামাল উদ্দিন সুমন (দৈনিক সংগ্রাম)।

 

কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাত জন নির্বাচিত হবেন। তারা হলেন- মাইনুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), হাবীব রহমান (দৈনিক মানবকণ্ঠ), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ ডটকম), সাইফুল ইসলাম (জিটিভি), সাঈদ খান (বৈশাখী), আনিসুর রহমান নুর (নিউনেশন), আসলাম রহমান (দৈনিক ভোরের কাগজ), এস এম এ কালাম (নতুন বার্তা ডটকম), সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ) ও রিমন মাহফুজ (দৈনিক আমাদের অর্থনীতি)।

 

ডিআরইউয়ের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩৯ জন। নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছেন। এ কমিটির চেয়ারম্যান হলেন- সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। অন্য কমিশনাররা হলেন- নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, একুশে টিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এমএ আজিজ ও বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৬/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়