ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইর সঙ্গে ব্রোকার্স অ্যাসোসিয়েশন বসছে বিকেলে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইর সঙ্গে ব্রোকার্স অ্যাসোসিয়েশন বসছে বিকেলে

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা।

 

আজ মঙ্গলবার বিকেল ৩টায় ডিএসইতে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

 

বৈঠকের বিষয়ে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘বিকেলে ডিএসইর সঙ্গে ডিবিএর একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে।’

 

সেখানে ডিবিএর কোনো পরিকল্পনা ডিএসইকে জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘ডিবিএর হাতে ইতিমধ্যে বেশ কিছু বাজারমুখী পরিকল্পনা রয়েছে। এর আগে ২৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও সেটা ছিল আমাদের সৌজন্য সাক্ষাৎ। এরপর আবার আমরা ডিএসইর সঙ্গে একই ধরনের সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। এ সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

প্রসঙ্গত, ২৮ নভেম্বরের বৈঠকে বিএসইসির কাছে ডিবিএর পক্ষ থেকে পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করা হয়েছিল। বাজার উন্নয়নে বিভিন্ন ধরনের কৌশল নির্ধারণের পাশাপাশি শীর্ষ ২০ ব্রোকার ও শীর্ষ ২০ পারফর্মিং কোম্পানিকে স্বীকৃতি, ভাল কোম্পানিকে পুঁজিবাজারে আনতে মার্কেটিং ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ, ঢাকার বাইরের বিনিয়োগকারীদের জন্য ডিএসই ও বিএসইসির সঙ্গে যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং অনুমোদিত প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

 

ধারণা করা হচ্ছে আজকের বৈঠকে ডিবিএ এসব বিষয় নিয়ে ডিএসইর সঙ্গে আলোচনা করতে পারে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়