ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা বহনকারী ৮ নৌকা ফেরত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা বহনকারী ৮ নৌকা ফেরত

ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী আট নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 

বুধবার সকালে নাফ নদীর জলসীমার দুইটি পয়েন্টে এ অভিযান চালানো হয়।

 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গা বহনকারী আটটি নৌকা নাফ নদীর জাদিমুরা, লেদা ও ফুলের ডেইল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে নৌকাগুলো ফেরত পাঠিয়েছে।’

 

রোহিঙ্গা বহনকারী প্রতিটি নৌকায় নারী ও শিশুসহ ১০ থেকে ১২ জন করে মোট  ৮০ জনের বেশি রোহিঙ্গা নাগরিক ছিল।

 

এ ছাড়া বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘বুধবার ভোর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয় রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়ছে।’

 

সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।  

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৭ ডিসেম্বর ২০১৬/সুজাউদ্দিন রুবেল/কেয়া/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়