ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনুসন্ধনে দুদক

কেসিসির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ৮৬ পাতার অভিযোগ

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেসিসির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ৮৬ পাতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগাধ সম্পদের মালিক হয়েছেন, লিয়াকত আলীর বিরুদ্ধে ৮৬ পাতার এমন অভিযোগ সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একই সঙ্গে খুলনা দুদকের পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

 

এ বিষয়ে দুদক সূত্র আরো জানায়, খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে ও রাজধানী ঢাকায় অগাধ সম্পদের গড়ে তুলেছেন, যা নিজ ও পরিবারের সদস্যদের নামে-বেনামে রয়েছে বলে ৮৬ পাতার অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

 

সূত্র আরো জানায়, খুলনা বিভাগীয় কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের পর অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যার তদারকি করবেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক।

 

কমিশন আদেশে দুদক বিধিমালা, ২০০৭ মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়