ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘যারা কম ভুল করবে তারা চ্যাম্পিয়ন হবে’

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যারা কম ভুল করবে তারা চ্যাম্পিয়ন হবে’

ক্রীড়া প্রতিবেদক : রাজশাহী কিংসের বিপক্ষে বিপিএলে দুইবারের মুখোমুখিতে দু’বারই হেরেছে ঢাকা ডায়নামাইটস। সেই ঢাকা কাল শিরোপা যুদ্ধে নামছে রাজশাহী কিংসের বিপক্ষে।

 

গ্রুপ পর্বের দুটি ম্যাচ হারলেও নাসিরের বিশ্বাস ফাইনালে ওই ম্যাচের প্রভাব পড়বে না। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে নাসির বলেন, ‘ফাইনাল ম্যাচ বিগ ম্যাচ। চাপ আমাদেরও থাকবে তাদেরও থাকবে। আগে দুটি ম্যাচ হেরেছি বলে যে চাপ থাকবে এমন কোনো কথা নেই। আমাদের কাজ মাঠে গিয়ে পারফর্ম করা। আমরা সেটাই করব।’

 

কাগজে-কলমে ঢাকা ডায়নামাইটস সেরা দল। কিন্তু দুই মুখোমুখিতে রাজশাহী চমকে দিয়েছিল ঢাকাকে। নাসিরের মতে ফাইনালে যারা ভুল কম করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে। তার ভাষ্য, ‘কাগজে-কলমে সেরা কে সেটা বিবেচনার থেকে মাঠের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। রাজশাহী দল হিসেবে খারাপ না। তারা ভালো করেছে এবং ফাইনালে এসেছে। আমার মনে হয় ফাইনালে যারা কম ভুল করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে।’

 

সাকিব আল হাসানের দলের প্রায় সব ক্রিকেটারই অলরাউন্ডার। নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সেকুগে প্রসন্ন যেকোনো সময়ে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে। তবে নাসির বিশ্বাস করেন, চ্যাম্পিয়ন হতে হলে দলের ১১ ক্রিকেটারকেই অবদান রাখতে হবে।

 

তার ভাষ্য, ‘আমাদের দলের ১১ জনই মূল ক্রিকেটার। আমাদের দলে এমন কোনো ক্রিকেটার নেই যে একা ম্যাচ জেতাবে। দলকে জেতাতে হলে সবারই কিছু না কিছু করতে হয়।’

 

ঢাকা ডায়নামাইটসের জার্সিতে নাসির হোসেন ৯ ইনিংসে ১৯০ রান এবং ৪ উইকেট পেয়েছেন। এ পারফরম্যান্সে কী নাসির সন্তুষ্ট? জিজ্ঞাসা করা হলে নাসিরের উত্তর, ‘ব্যাটিংয়ে আমি যেটাই করেছি এর থেকেও ভালো করার সুযোগ ছিল। বোলিংয়ে সুযোগ কম পেয়েছি। তবে আরও ভালো করার সুযোগ ছিল।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়