ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়াশিংটনে হামলার সন্দেহভাজন আটক

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াশিংটনে হামলার সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে হামলার এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওক হারবার থেকে তাকে আটক করা হয়। বার্লিংটনের যে শপিং মলে হামলা হয়, তার দক্ষিণ-পশ্চিমে ওক হারবারের অবস্থান।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার বার্লিংটনের ক্যাসকেইড শপিং মলের ম্যাকি স্টোরে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলে মারা যায় তিনজন। চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, এ হামলার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।

স্কাগিট কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ সন্দেহভাজন হামলাকারীর আটকের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি। এ বিভাগ থেকে জানানো হয়েছে, শিগগির এ নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়। বর্ণনায় বলা হয়, হামলাকারী একজন তরুণ অথবা ২০ বছরের কাছাকাছি তার বয়স।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। হামলায় নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন তরুণী, আরেকজন পুরুষ।  


রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়