ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আম্মার শোকে ৭৭ জনের মৃত্যু

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আম্মার শোকে ৭৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার খবর ও মৃত্যুর শোকে ৭৭ জন মানুষ মারা গেছে। রাজ্যের ক্ষমতাসীন দল আন্না দ্রাবিড় মুনেত্র কাগজাম (এআইএডিএমকে) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

এআইএডিএমকে জানিয়েছে, জয়ললিতার মৃত্যুর খবর শুনে দলের এক কর্মী আত্মহুতি দিতে চেয়েছিল। এছাড়া আরেক ব্যক্তি শোকে নিজের আঙ্গুল কেটে ফেলেছিলেন। এদের দুজনকে ৫০ হাজার রুপি করে দেয়া হবে। এছাড়া যারা মারা গেছে, তাদের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়া হবে। এসব ব্যক্তির পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এইআইএডিএমকে।

 

গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তামিলনাড়ুর জনপ্রিয় নেত্রি জয়ললিতা। কর্মী-সমর্থকর ও ভক্তরা তাকে এতোটাই শ্রদ্ধা করতেন যে তাদেরকে নিজের মা বলে ভাবতেন তারা।  তাই সবার কাছে আম্মা হিসেবেই সুপরিচিত ছিলেন জয়ললিতা।

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়