ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশি ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশি ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

 

সোমবার বিকেলে নাফ নদীর মিয়ানমারে অভ্যন্তরে কায়ুকখালী থেকে দুটি নৌকাসহ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।

 

এরা হলেন- মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। তাদের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।

 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে নৌকা নিয়ে আট জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যান। একপর্যায়ে বিজিপির টহল দল নৌকাসহ তাদের নিয়ে যায়। এ সময় নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতারে স্থানীয় এক জেলের সহযোগিতায় দুই জেলে ফিরে আসেন।

 

টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে মাছ শিকারের কারণে বাংলাদেশি ৬ জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি।

 

রাইজিংবিডি/কক্সবাজার/১২ ডিসেম্বর ২০১৬/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়