ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাম্পশিবিরে উচ্ছ্বাস, হিলারিশিবিরে কান্না

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পশিবিরে উচ্ছ্বাস, হিলারিশিবিরে কান্না

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় এখন নিশ্চিত। কিছু সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে।

 

ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে তার প্রচারশিবিরে উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়ে। বিপরীত পক্ষে হিলারিশিবিরে হতাশা ও কান্নার দৃশ্য দেখা যায়।

 

বিশেষ করে ফ্লোরিডায় হিলারি পরাজিত হওয়ার ঘোষণায় বেশি হতাশ হয়ে পড়ে তার সমর্থকরা। অনেক সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অনেকে ফোরে বসে পড়েন। নির্বাক হয়ে টেলিভিশনের পর্দায় দৃষ্টি দিয়ে বসে ছিলেন তারা।

 

অন্যদিকে, ফ্লোরিডা, টেক্সাসে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারপর একে একে সুখবর আসতে থাকে তাদের জন্য। মধ্য আমেরিকার সব রাজ্যেই জয় পেয়েছেন ট্রাম্প। ফলে হিলারিকে পেছনে ফেলতে সময় লাগেনি তার।

 

এদিকে, ডেমোক্রেটিক ঘাঁটি হিসেবে পরিচিত পেনসিলভানিয়াতে হেরে গেছেনি হিলারি। এ রাজ্যের ২০টি ভোট পেলে অনেক এগিয়ে যেতেন তিনি। তা ছাড়া ব্যাটেলগ্রাউন রাজ্যগুলোর বেশির ভাগে রাজ্যে জিতেছেন ট্রাম্প। ওহাইওতে ট্রাম্প জয় পেয়েছেন। এ রাজ্যে জয়ের পর ট্রাম্পের সমর্থকরা আনন্দ প্রকাশ করেন। বিপরীতে হতাশা ছড়িয়ে পড়ে হিলারি শিবিরে।

 

সব মিলে যুক্তরাষ্ট্রের মঙ্গলাবারের রাতটি ট্রাম্পের। আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন ট্রাম্প।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়