ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাবা হত্যায় ছেলের ফাঁসি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবা হত্যায় ছেলের ফাঁসি

আসামিকে আদালতে নেওয়া হচ্ছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধে বাবা হত্যা মামলায় ছেলের ফাঁসি দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় এই রায় প্রদান করেন জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী।

মামলা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গীতে ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপনের জেরে বাবা ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করেন ছেলে মোজাহারুল ইসলাম।

পরে নিহতের অপর ছেলে আনছারুল ইসলাম বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে চার্জশিট গ্রহণ করেন। পরে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য ২০১১ সালের ৩ মার্চ দায়রা আদালতে প্রেরণ করা হয়। পরে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ধারাবাহিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৮ জানুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়