ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছাত্রলীগের উদ্দেশ্য জণগণের সেবা করা : কাদের

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের উদ্দেশ্য জণগণের সেবা করা : কাদের

নিজস্ব প্রতিবেদক : নতুন নেতৃত্ব গঠনে সুবিধাভোগী বা অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় হল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘দলে নবাগতদের স্বাগত জানাই। তবে এ নবাগতের প্রবেশ ও লক্ষ্য সম্পর্কে অবশ্যই নেতাদের সজাগ থাকতে হবে। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

 

প্রত্যেক নেতাকর্মীকে দেশের যোগ্য সেবক হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নেতা না হয়ে প্রত্যেককে একজন সুযোগ্য কর্মী হওয়ার চেষ্টা করতে হবে। ছাত্রলীগের মূল উদ্দেশ্য নেতা হওয়া নয়। এ সংগঠনের মূল উদ্দেশ্য দেশ ও জণগণের সেবা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করে দাঁড় করানো। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

দুই একজনের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হবে- এটি কখনো বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধ এ জাতীয় অভিযোগ পাওয়া যাবে এবং তা প্রমাণ হবে তার বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে কোনো আপোশ করা হবে না।’

 

ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু নেতা হলে চলবে না। মানবতাবোধ সম্পন্ন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

 

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাবে মানুষ পুড়িয়ে মেরেছে সেটি ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। কিন্তু দুঃখের বিষয় বিএনপির এমন কর্মকা-কেও সমর্থন জানিয়ে তাদের পক্ষে সাফাই গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষক। যারা দেশ গড়ার কারিগর তারা কিভাবে এমন অমানবিক কর্মকা-কে সমর্থন করেন সেটি আমার প্রশ্ন।’

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশ যখন সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য একটি অংশ উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।’

 

‘যারা ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসছে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জয়ের লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে।’

 

রোববার ১২টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

 

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়