ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডি ভিলিয়ার্সকে নিয়ে ভিন্ন পরিকল্পনা

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৪ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডি ভিলিয়ার্সকে নিয়ে ভিন্ন পরিকল্পনা

এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটসম্যান অন্যজনের চেয়ে কম বিধ্বংসী নয়। একজন আউট হওয়ার পর অন্যজন যিনি আসেন তিনি আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তারপরও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড়ের নাম এবি ডি ভিলিয়ার্স। তাকে রুখতে বাংলাদেশ নানা কৌশল ও ছক কষবে। এদিকে তাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করছে সফরকারী দক্ষিণ আফ্রিকাও।

 

এ বিষয়ে প্রোটিয়াস অধিনায়ক ফাপ ডুপ্লেসিস বলেন, ‘এটি আপনাকে বিস্মিত করবে। পরিকল্পনা অনুযায়ী আমরা ডি ভিলিয়ার্সকে একটু আগে নিয়ে আসতে পারি। এটি উন্মক্ত হতে পারে অথবা তিনে যা নিয়ে আমরা এখনো কথাবার্তা বলছি। তবে সচরাচর সে  যে ভূমিকা পালন করে তার চেয়ে এটি নিশ্চিতভাবে বড় ভূমিকা বটে। বোলিংয়ে দিক থেকে ইদি প্রাণবন্ত একজন তরুণ লেগ স্পিনার। ইমরান তাহিরও চমৎকার অবস্থানে রয়েছেন। তবে আমরা দেখবো নতুন তরুণরা কতোটা দিতে পারে। আশা করছি দুটি ম্যাচের যে কোনোটিতে সে সুযোগ পেতে পারে।’

 

টি-টোয়েন্টি ম্যাচের বিষয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ভার্সনে বোলাররাই বেশি গ্রহনযোগ্যতা পেয়ে থাকেন। কেননা এক্ষেত্রে পাঁচজন খেলোয়াড়কে বাউন্ডারির ভিতরে থাকতে হয়। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না এটি ব্যাটিং নির্ভর খেলা। অবশ্য এই ফরম্যাটের জন্য কন্ডিশন বড় ভূমিকা পালন করবে যা বেশি ছক্কা ও বাউন্ডারির জন্য গুরুত্বপর্ণ। বিসিবি একাদশের সঙ্গে আমি এই ভেন্যুতে সর্বশেষ খেলেছি। এখানে অনেক টার্ন হয় এবং উইকেটের অনেক টার্ন আমরা আগেই ভেবেছিলাম। এখানে বল ততটা স্পিন হয় না আর এটা দু’দলের জন্যই সমান ছিল। দুই দলের পার্থক্য হবে ব্যাটিংয়ে ধরণের উপর ভিত্তি করে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৫/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়