ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিএনসিসির মেয়র নির্বাচন নিয়ে ইসির বৈঠক শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনসিসির মেয়র নির্বাচন নিয়ে ইসির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন কীভাবে হবে তা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বেলা ১১টায় রাজধানীতে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের পাশাপাশি ডিএসসিসিতেও সম্প্রসারিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর সীমানা ইতোমধ্যে পুনর্বিন্যস্ত করা হয়েছে। এছাড়া এসব ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের সব তথ্যও প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই পদে উপনির্বাচন করতে হবে ইসিকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়