ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

এন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে অধিকাংশ শেয়ারের দর বাড়ার পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন চলছে। রোববারের তুলনায় আজ বিনিয়োগকারীদের উপস্থিতি সন্তোষজনক।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮৯ পয়েন্টে। আর এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রযেছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

 

এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১ কোটি ৪৪ লাখ শেয়ার। শেয়ারগুলো কেনাবেচা হয়েছে ১১ হাজার ২৩৯ হাওলার মাধ্যমে।

 

এদিকে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ও্এএল, এনএফএমএল, ডিএসএসএল. একমি ল্যাবরেটরিজ, পিটিএল, ডিবিএসএইচ, এসপিসিএল, লিন্ডে বিডি, বিএসআরএম লিমিটেড, বিএসএস, ইসলামী ব্যাংক, আনাম ফিড, ডরিন পাওয়ার, লার্ফাস সুরমা সিমেন্ট, ইবনে সিনা, অলটেক্স এবং জিএইচএএল।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়