ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ডিজিটালাইজেশন হলে দুর্নীতি ৮০ ভাগ কমে যাবে’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডিজিটালাইজেশন হলে দুর্নীতি ৮০ ভাগ কমে যাবে’

ফরিদপুর প্রতিনিধি : সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত তিন দিনের এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব বিশ্বাস করে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হলে সারা পৃথিবী থেকে অন্তত ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে। জমিসংক্রান্ত কাগজপত্র তুলতে যে ভোগান্তি হয়, ডিজিটালাইজেশন হলে তা আর হবে না।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বক্তব্য রাখেন।

আগামী রোববার মেলা শেষ হবে। মেলায় চারটি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের ৫৮টি স্টল রয়েছে।



রাইজিংবিডি/ফরিদপুর/২০ জানুয়ারি ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়