ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ডেমরায় ২৫০০ মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেমরায় ২৫০০ মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।

অভিযানে ডেমরা থানায় প্রায় পাঁচ হাজার ফুট পাইপে অবৈধ গ্যাস লাইন এবং ৮০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডেমরা থানার তাম্বুরাবাদ-নলছাটা এলাকায় প্রায় একহাজার ফুট, খলাপাড়া এলাকায় প্রায় দুইশত ফুট এবং দুর্গাপুর এলাকায় তিন হাজার আটশত ফুট পাইপে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় ৮০০ ঘরবাড়ি, দোকান ও কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়। অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা নগরীর সর্বত্র নিয়মিত পরিচালিত হবে।

ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন-এর যৌথ একটি দল এই উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণ করছে।

অভিযানের সময় তিতাস গ্যাস ঢাকা মেট্রো-২ শাখার ব্যবস্থাপক খালেদ মাকসুদ, এরশাদ মাহমুদ, রকিবুদ্দিন সরদার, সুরঞ্জিত কুমার দে, উপব্যবস্থাপক মোস্তাক আহমেদ ডেমরা থানার এসআই মো. সেলিম ও তিতাস গ্যাসের ৫০ প্রায় ৫০ জন কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন। মোট ৩০ জন পুলিশ সদস্যের একটি দল অভিযানে দায়িত্ব পালন করে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/আশরাফ/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়