ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ট্রেন ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের এক ঘণ্টা পর শনিবার দুপুর সাড়ে ১২টায় ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম সদরের ফায়ার সার্ভিসসংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম সদরের ফায়ার সার্ভিসসংলগ্ন রেলগেট দিয়ে একটি ট্রাক্টর রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখী সাগরিকা ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফুটো হয়ে যায় সাগরিকা ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক।

 

আহত হয় ট্রাক্টরের চালক লাকসাম পৌরসভার উত্তর বিনই গ্রামের রাসেল (২২) ও ট্রেনযাত্রী নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কমলাকান্দা গ্রামের দীনেশ (২৮)। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

লাকসাম রেলওয়ে জংশনের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মাসুদ সারোয়ার জানান, লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ক্রেন গিয়ে সাড়ে ১২টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে।

 

 

 

 


রাইজিংবিডি/কুমিল্লা/৩০ মে ২০১৫/মহিউদ্দিন মোল্লা/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়