ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা ফিরছে মানুষ, ট্রেনে যাত্রীর চাপ

নঈমুদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ২০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ফিরছে মানুষ, ট্রেনে যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ আবারো ফিরছে ঢাকায়। অফিস-আদালত খোলার প্রথম দিনে ট্রেন, বাস, লঞ্চে যে যেভাবে পারছে যথাসময়ে কর্মস্থলে ফিরে আসছে। ট্রেনে যাত্রীদের চাপ আগের মতই রয়েছে। বরং কাল মঙ্গলবার থেকে যাত্রীর চাপ আরো বাড়বে বলে জানা গেছে।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ভোর থেকেই ট্রেনের ভেতরে, বাইরে ছাদে যে যেভাবে পারছে ঢাকায় ফিরে আসছে। পরিবার-পরিজন নিয়ে ফিরছে অধিকাংশ মানুষ।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার আবু সাঈদ আহমেদ রাইজিংবিডিকে জানান, ট্রেন যথাসময়ে ঢাকা এসে পৌঁছাচ্ছে; শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদেরও তেমন কোনো অভিযোগ নেই। সবার সহযোগিতায় ঈদের আনন্দ শেষে মানুষ ট্রেনযোগে নির্বিঘ্নে ঢাকায় ফিরে আসছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে প্রথমদিন সোমবার সকালেই সারাদেশ থেকে ট্রেনযোগে প্রায় ১৫ হাজার যাত্রী ঢাকায় ফিরে এসেছে। ভোর ৫টা থেকেই রাজধানীর এয়ারপোর্ট ও কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছাচ্ছে নিয়মিত ট্রেন সার্ভিসগুলো। তারমধ্যে পাঁচটা ৪০ মিনিটে সিলেট থেকে যাত্রী নিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছে উপবন, একই সময়ে রাজশাহী থেকে কমলাপুর পৌঁছে ধুমকেতু। ৭টা ২৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় দিনাজপুরের একতা এক্সপ্রেস। ৭টা ৪০মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছে চট্টগ্রামের আন্তনগর ট্রেন তুর্ণা নিশিতা এবং ৮টা ৫ মিনিটে কমলাপুর এসে থামে চট্টগ্রাম মেইল ট্রেন।

এভাবে বিকেল থেকে রাত পর্যন্ত সারাদেশ থেকে আসতে থাকবে ট্রেনগুলো। সারাদিন ২৯টি ট্রেন দেশের বিভিন্ন রুটে আসা-যাওয়া করবে বলেও জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

এবারের ঈদেও ঢাকা ফেরত মানুষের ভোগান্তি হয়েছে। ঈদ উপলক্ষে টিকিট পেতে যেমন হয়রানির শিকার হতে হয়েছে- তেমনি আসন পেতেও সমস্যায় পড়েছেন যাত্রীরা। কেউ কেউ দাঁড়িয়ে ঢাকায় পৌঁছেছেন। তবে বৈধ যাত্রীদের বেশি বিরক্ত করেছে পথে পথে টিকিট ছাড়া ওঠানামা করা অবৈধ যাত্রীরা। পুলিশ ও রেলওয়ের গার্ডদের ম্যানেজ করে এসব যাত্রী টিকিট ছাড়াই ওঠানামা করে। তবে, ফিরতি ট্রেনগুলো যথাসময়ে ফিরে আসায় স্বস্তি জানিয়েছেন তারা।

একটি বেসরকারি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু আজম জানান, ট্রেনের শিডিউল ঠিক ছিল। কিন্তু ভেতরে বাজে অবস্থা। ট্রেন অপরিষ্কার-অপরিচ্ছন্ন। দুর্গন্ধ নিয়ে ঢাকায় ফিরে আসতে হয়েছে। এ ছাড়া পথে পথে টিকিট ছাড়া যাত্রীর ওঠানামায় ভোগান্তির শিকার হতে হয়েছে। তিনি বলেন, ‘তাদের কারণে অনেক যাত্রীর জিনিসপত্র খোয়া গেছে। এসব যাত্রী পুলিশ ও রেলের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে ট্রেন ভ্রমণ করেছে। এদের  প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার হতে হয়। এ ধরণের অবৈধ যাত্রীদের মধ্যে বেশিরভাগই মাদকাসক্ত, ছিনতাইকারি থাকে। তারা ট্রেনে উঠে পরে যাত্রীদের নানাভাবে সমস্যায় ফেলে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৫/নঈমুদ্দিন/সুমন মুস্তাফিজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়