ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঢাকা বোর্ডের মেধা তালিকায় ময়মনসিংহের ৪ স্কুল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৯ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ঢাকা বোর্ডের মেধা তালিকায় ময়মনসিংহের ৪ স্কুল

জেলা সংবাদদাতা

ময়মনসিংহ, ৯ মেঃ এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ময়মনসিংহের ৪টি স্কুল সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। বোর্ডের সেরা ২০ এর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৬ষ্ঠ স্থানে, জিলা স্কুল ৮ম স্থানে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ১২তম স্থানে এবং বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় ১৮তম স্থানে রয়েছে।

গত বছর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ঢাকা বোর্ডে নবম স্থান অধিকার করলেও এবার ৬ষ্ঠ স্থানে রয়েছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের মাধ্যমে ৪৮ জনই জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অভূতপূর্ব সাফল্যে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রতিক্রিয়ায় জানান, আজকের ফলাফল আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলশ্রুতি এবং প্রাতিষ্ঠানিক সুব্যবস্থাপনার সাফল্যের একটি উজ্জ্বল কৃতিত্ব। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ক্যাডেট ও অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

৮ম স্থানে থাকা ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৬১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন, ১২তম স্থানে থাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাশের হার শতভাগ। ১৮তম স্থানে থাকা বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৩০৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৬ জন।

এবারের এসএসসি পরীক্ষায় জেলায় ৩০ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ২৫ হাজার ৫৬৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮০৪ জন। পাশের হার ৮৪ দশমিক ১৭।

কামরুজ্জামানের রায়ে মিষ্টি বিতরণ

এদিকে ময়মনসিংহের সংবাদদাতা আরও জানান, কামারুজ্জামানের ফাঁসির রায়ে ময়মনসিংহে বিভিন্ন সংগঠনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

জামায়াতের সহ-সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ময়মনসিংহে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ, গণজারণ মঞ্চের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। এতে সাধারণ মানুষও অংশগ্রহন করে।

বৃহস্পতিবার দুপুরে রায়ের ফলাফল ঘোষণা পরপরই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে। রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এমপি’র নেতৃত্বে আনন্দ মিছিলটি শীববাড়ি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাজিম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাত, কামাল পাশা, জিয়াউল ইসলাম, জিয়া উদ্দিন আহম্মেদ, সদর কমান্ডার সেলিম সরকার রবার্ট এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে সমাবেশ ও মিষ্টিমুখের আয়োজন করে।

এছাড়া এডভোকেট আবুল কাসেম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, এড. আব্দুল মোতালেব লাল ও আব্দুর রব মোশাররফের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ এবং এড. কবির উদ্দিন ভূইয়া, এড.  ফজলুল হক, এড. আনোয়ার হোসেন খান, এড বিকাশ রায়, এড. এমদাদুল হক মিল্লাত ও এড নজরুল ইসলাম চুন্নুর নেতৃত্বে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধারা মিষ্টি বিতরণ করে।

ঢাকা বোর্ডের মেধা তালিকায় ময়মনসিংহের ৪ স্কুল ধারাবাহিকতা ধরে রাখা এবং মানবতাবিরোধী অপরাধে রাজাকার কামরুজ্জামানের ফাঁসির রায়ে ময়মনসিংহ জেলায় সর্বত্র এখন উৎসবের আমেজ।

 

রিজিংবিডি/আবু সালেহ মো: মূসা/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়